অব্যাক্ত ভালোবাসা
তোমায় অব্যাক্ত ভালোবাসার চাহনি দিয়ে
মুখ থুবড়ে পড়েছি প্রেম পল্লীর কোণে
সেথায় দিন দুপুরে শুধুই তোমার খোঁজে
পলকহীন দৃষ্টিতে পায়চারিতে মগ্ন আমি।
তোমায় দেখেও প্রতক্ষহীনতার কারনে
বিস্ময় বিমূঢ় হয়ে...
যান্ত্রিকতার ভিড়
যান্ত্রিকতার ভিড়ের কারণে
আজ কিছু মনের কথা মুখে ব্যক্তই করা হয় না
অগোচরে ঘেরা কিছু আশা চক্ষু জুড়ে ছুয়ে থাকা
কিছু ভালোবাসা ভিড়ের কোণেই পড়ে রয় দিনের...
স্নিগ্ধ চোখ
চক্ষু গুলো যেদিন মিশে গিয়ে ছিলো
তোমার ডাগর আঁখির সাথে,
দুঃখের আবরন গুলো ছাই হয়ে উড়ে ছিলো
নিতান্তই তোমার পলকে মিশে।
তোমার পাগল করা চোখের এক কোণে
উথাপিত হচ্ছিলো...
আমি প্রেমাতাল
তোর পানে চেয়ে চেয়ে হেঁটেছি বহু পথ
আজ মনে ক্রান্তিকাল ,
জয়ের মুখের সামনে দাঁড়িয়ে পরাজয়
বরণ করেছি
শুনতে তোর ধ্বনিতে আমি প্রেমাতাল।
বন্দি কিছু ইচ্ছেকে উন্মুক্ত করেছি
তোর কাছে...
গুনে জড়ানো ভালোবাসা
তোর ভালোবাসার বৃক্ষ জুড়ে
আমার নিশ্বাসের সজীবতা,
তোর স্মৃতি গুলো জড়িয়ে ধরে
আমার কাঙ্ক্ষিত বিরজতা।
তোর রাতের আকাশের মাঝে
কখনো জলরাশীর ছায়া,
আমার ভালোবাসার মেঘমালা ভাসে
নীলাভ্র...
মায়ের প্রতি ভালোবাসা
মাগো তোর ভালোবাসা
পেতে চাই চিরকাল ,
হোকনা সূর্য জমিনে অস্ত
কিংবা এসে পড়ুক মহাকাল।
হয়তো সূর্য থমকে দাঁড়াবে
মা ভূমন্ডলের বুকে,
চাঁদের আলো নিভূ নিভূ করবে
আমার...