স্বপ্ন যে এতোটা বাস্তবিক আর স্পর্শকাতর অনুভুতি দিতে পারে সেই ব্যাপারটা কিছুদিন আগেও আমার অজানা ছিলো… জ্ঞান হবার পর থেকে আজ অব্দি ভালো-খারাপ অনেক স্বপ্নই দেখেছি… কিছু মনে আছে আর কিছু মনে নেই… কিছুদিন আগে অব্দি কখনোই কোনো স্বপ্ন দেখে আফসোস করা হয়নি… কিন্তু হটাৎ একটা স্বপ্নই আমার মনে একটাই আফসোস তৈরী করেছে যে স্বপ্নটা বাস্তব হলে সবকিছুই অন্যরকম হতো… স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে হয়তো চেষ্টা করতাম যদি আমি নিশ্চিত না হতাম যে যা চাইছি তা কোনোদিনও সম্ভব নয়…
স্বপ্নটা এতোটাই ভালো লেগেছে আমার যে এখনো ভাবতে গেলেই চোখের সামনে ভেসে উঠে… স্বপ্নটা দেখেছি মেয়ে তোমাকে নিয়ে… স্বপ্নের পুরোটা সময় জুড়ে শুধু তোমাকেই দেখছিলাম… এতোটা মায়া সেখানে আগে কখনো দেখা হয় নাই… আর ৮/১০ জনের মতো না তুমি… একটু অন্যরকম… কিন্তু সুন্দর তুমি… অন্যরকম সুন্দর… তোমার কাজল দেয়া চোখের চাহনি, সেই মুগ্ধ করা হাসি, আর সাদা আকাশে তোমার কালো চুলগুলো উড়ছে… নীল শাড়িতে তোমাকে সেদিন অসম্ভব সুন্দর লাগছিলো…
স্বপ্নতে হলেও আরও একদিন তোমায় খুজবো… কিছু কথা বলার জন্য…