বড় বড় ঢেউ গুনছো তুমি
লঞ্চের ছাঁদে বসে,
অর্ধ চাঁদের জোছনায় তুমি
ভাবনায় যাচ্ছো ডুবে।
ঝড়ো হাওয়ায় উড়ছে দেখো,
তোমার কালো চুল।
কল্পনাতে ভাবছি নাকি ভুল?
একি! তোমার হাতে পদ্ম ফুল,
পেলে কোথায়?
স্বপ্নপুরীর দিঘির মাঝে বুঝি?
যেই দিঘি টা রোজ
সন্ধ্যে সকাল আমি খুঁজি?
ধরিয়ে দিবে,হাতে আমার?
নাকি দিবে খোঁপায় গুঁজে?
অর্ধ চাঁদের জোছনায় কি আজ,
ভিজবো দুজন সুখে?
স্বপ্ন গুলো মেলছে দেখো ডানা,
জেনেও তার পথ যে অজানা,
তবুও তো মন স্বপ্ন দেখে রোজই
দিনদুপুর হোক আর সন্ধ্যারাত
শুধু তোমাকেই যে খুঁজি।