হয়তো…
কখনো সকালের রোদ্দুর হয়ে তোমার ঘুম ভাঙ্গাবো…
তোমার চায়ের কাপে ছোট্ট একটা পিপড়ে হয়ে ভেসে থাকবো…
কখনো লাল মেহেদী হয়ে তোমার হাতে আকা থাকবো…
কিংবা কখনো চশমার গ্লাস হয়ে তোমার চোঁখটা জুড়ে থাকবো…
কখনো বাতাস হয়ে তোমার এলোমেলো চুলগুলোকে ছুঁয়ে যাবো…
আবার কখনো আলতা হয়ে তোমার পা ছুয়ে থাকবো…
হতে পারে কখনো প্রখর রোঁদে তোমার মাথার উপর ছায়া হয়ে থাকবো…
কিংবা কোনো এক কুয়াশা ঢাকা ভোরে শিঁশির হয়ে তোমার পা ভিজিয়ে যাবো…
কিংবা কোনো এক বৃষ্টির দিনে একপশলা বৃষ্টি হয়ে তোমাকেই ভিজিয়ে দিয়ে যাবো…
হয়তো…
অনেক গোপনে খুব যত্নে আগলে রাখা স্মৃতি হয়ে আসবো…
হতে পারে হটাৎ একদিন তোমার নীল আকাশে এক টুকরো মেঘ হয়ে ভাসবো…
খুব ক্লান্তির সময় তোমার চোঁখের পাতায় ঘুম হয়ে আসবো…
সবসময় খুব নীরবে তোমার অগোচরে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার সর্বাত্মক চেষ্টা করে যাবো…
শুধু মনে রেখো…
আমি ছিলাম, আছি আর থাকবো…
জীবনের শেষ দিন পর্যন্ত…
তোমার পাশে, তোমার সাথে, তোমার মাঝে…