- ঝড়ের চঞ্চল হাওয়া বয়ে যায়
আমার নীড়ের পাশে,
দুটি চোখ মেলে তাকিয়ে থাকি
ওই নীল আকাশে।
মনটা হয়ে যায় তখন,
আনমনা আর উদাসিন।
কালো মেঘেরা বলে তাদের গল্প কথা,
নীড়হীন পাখিরা খুঁজে ফিরে নীড়,
আমি থাকি একলা জেগে,
গহীনতার অন্তরালে,
মন আকাশে ঘুড়ি ওড়ে,
নিস্তব্ধতার গন্ডিজালে।