⚠হালকা স্পয়লার
🎞মুভির নামঃ Bulbbul
রিলিজঃ ২০২০
⏳রানিং টাইমঃ ১ ঘন্টা ৩৪ মিনিট
আইএমডিবি রেটিংঃ ৬.৬
পারসোনাল রেটিংঃ ৭
জেনেরাঃ হরর
🎥ডিরেক্টরঃ আনভিতা দত্ত
লিডিং রোলঃ তৃপ্তি ডিমরি, রাহুল বোস,পাওলি দাম,পরমব্রত, অভিনাশ তিওয়ারি
প্লটঃ মুভিটি আঠারশ শতকের জমিদার বাড়ির বৌদি ভাসুরের প্রেমের গল্প নিয়ে । মুভিটি হরর জেনেরার হলেও ভৌতিক তেমন কোন সিন নাই
কাহিনীঃ মুভির কাহিনী শুরু হয় ছোট বুলবুল (তৃপ্তি ডিমরি) এবং বড় ঠাকুরের (রাহুল বোস) বিয়ে নিয়ে । কিন্তু বুলবুলের বেশি আগ্রহ তার বয়সী দেবর সত্যের (অভিনাশ) প্রতি । অনেক বছর পর বড় ঠাকুর তার ছোট ভাইকে লন্ডনে আইন পড়তে পাঠিয়ে দেয় । ২০ বছর পর সত্য নিজ গ্রামে ফেরত আসে এবং গ্রামে একটা পেত্নী আছে বলে জানতে পারে যে কিনা অনেক মানুষ মেরেছে । সত্য সন্দেহ করে খুনগুলা পেত্নী নিয় বরং কোন মানুষের করা তখন থেকে কাহিনী শুরু হয় । পুরা মুভি জমিদার বাড়ির অতীত এবং বর্তমান কাহিনী মিলিয়ে করা ।
অভিনয়ঃ তৃপ্তি ডিমরিকে পুরোপুরি বাঙ্গালি নারীর রূপে উপস্থাপন করা হয়েছে, তার হাসিটা সবথেকে সেরা হয়েছে । তার হাসির মধ্যে সবসময় একটা রহস্য লুকিয়া থাকে । বলা হয় পরমব্রত ছোট বড় যেকোন রোলে ফিট, এই মুভিতে আরো একবার বোঝা গেছে কেন এমন বলে হয় । রাহুল বোসের লুকের ভিতর জমিদার ভাব সবচেয়ে ভাল ফুটে উঠেছে ।
বিজিমিঃ হরর মুভির এমন সিনেমাটোগ্রাফি সাধারণত দেখা যায় না ।
ভয়ংকর কোন হরর সিন না থাকলেও সিনেমাটোগ্রাফি দিয়ে সেটা পূরণ করা হয়েছে । ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো ভাল করা উচিত ছিল ।
লক্ষনীয়ঃ নারীর উপর অত্যাচার করার ফলাফল কি হতে পারে তা উঠে এসেছে । পাশাপাশি বাল্যবিবাহ দেখানো হয়েছে ।